উজ্জ্বল মন্ডল

কবিতা - স্মৃতির পাতায়

লেখক: উজ্জ্বল মন্ডল

স্বপ্ন হয়ে এসেছিলে একদিন
শিখিয়েছিলে প্রেমের ভাষা,
জানতাম না বোবার মাঝেও
লুকিয়ে থাকে একবুক দুরাশা।

আজ আমি তেতো পাতা
সৰ্প নিঃসৃত বিষ,
মূর্খকে দিলে জীবনের শিক্ষা
জানাই তোমায় শত কুর্নিশ।

তবে যতদিন রব এই ধরায়
নাহি ভুলিব তব গাঁথা,
অন্তরে হবে বাস তব –
ছবি হয়ে রবে স্মৃতির পাতায়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন