কি আসে যায়?
যদি আর নাই ফিরে তাকাও,
আমি তো গুলবাগিচার কমল
যে অভিমানীও নয়, বিরহকাতরও নয়।
কি আসে যায়?
যদি আর নাই মনে রাখো,
তুমি তো কুহেল রজনীর শিশির কণা
যার আয়ুষ্কাল ভোর বেলাতেই সমাপ্তি ঘটে।
কি আসে যায়?
যদি আর নাই খোঁজ নাও,
আমি তো প্রণয় বিজয়ী উল্লাসী পুরুষ
যার ঠিকানা ফুলশয্যায়।
কি আসে যায়?
যদি আর নাই স্মরণ করো,
তুমি তো গোলাপ হাতে উন্মত্ত বিরহী
যার আনাগোনা কাটার বাগানে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন