ইয়াকুব আলী তুহিন

কবিতা - প্রিয় বাবা

লেখক: ইয়াকুব আলী তুহিন

বাবার জীবন যেন এক রূপকথার গল্প,
সাধারণে অসাধারণ, ত্যাগে অনন্ত কল্যাণ,
হাঁটছে দিনের পর দিন ঝড়ের বেগে,
ক্লান্তির আড়ালে লুকিয়ে রাখে সেই গভীর অভিমান।

খেয়ালের বিলাসিতা না তাঁর জীবনের সঙ্গী,
তুলছে ঘাম আর অশ্রু দিয়ে জীবনের ইট-পাথর,
তবু মুখে হাসি আর বুকের গভীরে শক্তি রাখে,
যেন পৃথিবীর সব কষ্ট তার হৃদয়ে অমর।

যেখানেই যাই বাবার সেই পরিচিত ছায়া,
দুঃখের বোঝা তার মাথায় নীরবে ঢেকে রাখে,
বিপদের কাছে থেমে যায় না, স্বপ্নের আলোর দিকে তাকিয়ে,
আমাদের সবার জন্য অনন্ত ত্যাগের ছবি আঁকে।

বাবা, তোমার এই কঠিন জীবন আমার অনুপ্রেরণা,
কষ্টের মাঝে কীভাবে ভালোবাসা বোনা যায় তা শেখালে,
তোমার গড়া সেই জীবনের প্রেরণা নিয়ে এগিয়ে যাব,
তোমার মতোই সাহসে জীবনের পথে কঠিন যাত্রা চালিয়ে যাব।

বাবার এই কষ্ট, এই ত্যাগের মূল্য আমরা কি দিতে পারি?
তাঁর নীরব সংগ্রাম যেন আকাশে জ্বলা এক নক্ষত্র খচিত স্মৃতি,
যার আলোয় জীবনের সব অন্ধকার ভেঙে যায় একা একা,
বাবার জীবন কষ্টের ঘানি টানা সেই মহামানবের গল্প লেখা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন