যখন প্রয়োজন এসে দাঁড়ায় দ্বারে,
তখনই কদর বাড়ে, সবাই থাকে সজাগ স্নেহে।
যে ছিলো আড়ালে, ছিলো দূরে কোথা,
আজ তারই জন্যে জ্বলে মন-প্রদীপের আলোটা।
যে মানুষ অবহেলায় কাটিয়েছে কাল,
আজ তারই পানে তাকায় অবিরাম।
যে বাতাসের মতো ছিলো অদৃশ্য,
প্রয়োজনে তারই হয় প্রকাশ্যে জয়গান।
যে নদী শুকিয়ে ছিলো তৃষ্ণার্ত বুকে,
এক পশলা বৃষ্টি এলেই তার কদর ঝরে।
যে পাখি চুপ করে ছিলো আকাশের কিনারে,
প্রয়োজনে তার সুরে সুর মেলায় প্রকৃতির রঙিন চাদরে।
সময় বলে দেয় কে কবে দামি,
কখন কার প্রয়োজন হবে অমূল্য জিনিসখানি।
তবু মানুষ ভুলে যায় সহজে সেই কথা,
যে মূল্যহীনটা একদিন সবার প্রিয় কথা।
যে আগুন নেভে না অযত্নের ছায়ায়,
একদিন তারই হবে উষ্ণতার মায়ায়।
যে সম্পর্ক ভাঙে অবহেলায়,
প্রয়োজন হলে সেও হয় ফের আগমনে খোলা খেয়ায়।
এই পৃথিবী ঠিক, কে কখন কেমন করে বাঁচে,
সময় মতো সবার মূল্য তুলে ধরে।
শুধু প্রয়োজন হলেই তার সুর বেজে ওঠে,
তখনই সবাই তার পাশে এসে জোটে।
তাই বলি, যাকে আজ ফেলেছো হেলায়,
সে কাল হতে পারে জীবনের আশ্রয়।
প্রয়োজনের দোরগোড়ায় দামি হয়ে যায়,
সবাই, সবকিছু—সময় শুধু তাকে চিনিয়ে দেয়।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন