এমন একটি দিন নাই তোমার কথা ভাবিনা। সারাক্ষণ শুধু তোমার কথা ভাবি।তোমার কথা ভাবতে গেলে মনে হয় পৃথিবীতে নাই।কারন তুমি আমার এমন একজন যা কখনও ভোলা যায়না। তুমি আমার এমন কেন! তুমি অন্য কিছু হতে পারলেনা! তুমি অন্য কিছু হলেই তো আমি পৃথিবী ঘুরে বেড়াতাম ঘোড়ায় সওয়ার হয়ে। সবাই বলত ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল।না না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল না, ঘোড়ায় চড়িয়া মর্দ ঘোড়সওয়ার হইল।
এমন একটি দিন কি আসবে? এমন একটি দিন না এলে যে আমি মরে যাব।
তোমার কথা ভাবতে গেলেই দু’চোখ জলে ভিজে যায় সে কথা কখনও ভুলনা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন