ভালবাসা তুমি কি জিনিস আজও বুঝলামনা। তুমি কি গাছে পাকা ফল, না আকাশের তারা না অভিনব যুদ্ধ বুঝলামনা। তুমি কি দুই পয়সার আলতা, না হাজার কোটি টাকার হীরের নেকলেস বুঝা গেলনা।ভালবাসা তোমাকে খুঁজতে আমি কত দেশ কত রাজ্য ভ্রমণ করেছি সে তুমি জাননা।
ভালবাসা তোমাকে খুঁজতে আমি বটবৃক্ষের ছায়ার নিচে বসেছিলাম হাজার বছর পাইনি। ভালবাসা তোমাকে খুঁজতে আমি অন্তরীক্ষের নীচে দাঁড়িয়ে ছিলাম কয়েকশ বছর তোমার খোঁজ পাইনি। শেষ পর্যন্ত একটি দেবদারু গাছের নিচে বসে দেখলাম সেখানে ফুল ফুটেছে কিন্তু সেটা ভালবাসা ছিলনা ছিল দেবদারু’ চারা।
ভালবাসা তুমি আসলে কি জিনিস? তুমি কি বৈশাখী ঝড়, না নাবলা কথা, না দুটি পাখির মিথস্ক্রিয়া?
ভালবাসা তোমাকে বুঝতে আমার একশ’ বছর গবেষণা করতে হবে। এত বছর কি আমি বাঁচব? তুমি নিজে এসে জানান দিয়ে যাও তুমি কি জিনিস।ভালবাসা তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান, সে কি তুমি জাননা? তাহলে জানান দিয়ে যাচছনা কেন!
ভালবাসা কাল আমার পিতার জন্মদিন তুমি কাল এসে জানান দিয়ে যাও।
ভালবাসা তোমাকে ছাড়া আমি অচল সে কি তুমি বোঝনা? পৃথিবীতে এমন কেউ আছে যে ভালবাসা ছাড়া বাঁচচে? লাইলী, মজনু, শিরি ফরহাদ সবাই তো ভালবাসার জন্য পাগল ছিল। তাহলে তুমি আসছনা কেন! কাল এসে জানান দিয়ে যাও তুমি কি জিনিস।
মন্তব্য করতে ক্লিক করুন