অনেক ভালবেসেছি আরও ভালবাসব। ভালবাসতে আমার ভাল লাগে। যে আমাকে ভালবাসতে শিখিয়েছিল সে মরে গেছে, তাতে কি, ভালবাসতে তো কোন বাধা নেই!
ভালবাসার জন্য জীবন দিয়েছিলেন লাইলী মজনু, শিরি ফরহাদ আরও অনেকে।তারা কি সবাই মরে গেছে! কেউ মরেনি, সবাই বেঁচে আছে। ভালবাসা যদি সত্য না হয় সত্য নয় নদীর পানি, গঙ্গার জল।যে ভালবাসে সে হাসতে হাসতে জীবন দিতে পারে।আমি কাল একজন’ দেখলাম হাসতে হাসতে জীবন দিতে, সে মরার আগে বলে গেছে আমি মরিনি, আমি বেঁচে আছি। ভালবাসা এমনই এক সত্য যাকে অস্বীকার করা যায়না, মুখ পেতে মাথা নিচু করতে হয়।
এই পৃথিবী একদিন থাকবেনা। আকাশ, নদী, পাহাড়, পর্বত, গুহার জল সব শুকিয়ে যাবে। সেদিনও ঈশ্বর ভালবাসা বলে চিৎকার করতে থাকবেন। তিনি বলবেন, আমি একা আমি থাকি কি করে! ঈশ্বরের কোন কাজ নেই সারাক্ষণ শুধু ভালবাসা ভালবাসা করেন।তাইতো তিনি ঈশ্বর, মহাময়।
ভালবাসা তুমি কখনও হারিয়ে যেয়োনা, তুমি হারিয়ে গেলে যে সব হারিয়ে যাবে, হারিয়ে যাবে শুকনো পাতার নাচ, যে নাচ নাচে শুধু অনামিকা।
ভালবাসা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমার জানা নাই। তবে তুমি সুখে থাক এইটুকু চাই।
মন্তব্য করতে ক্লিক করুন