একটা সময় ছিল যখন তুমি সারাক্ষণ শুধু হাসতে। আজ আর একটুও হাসনা।এখন আর তোমাকে সেই আগের মত ভাল লাগেনা। আবার কবে তুমি সেই আগের মত হাসবে, গাবে? তোমাকে যে না হাসলে ভাল লাগেনা।
তোমার হাসির জন্যই এ জীবন, তোমার হাসির জন্যই মরণ।তবে কেন তুমি হাসবেনা! তুমি সারাক্ষণ শুধু হাসবে।
মন্তব্য করতে ক্লিক করুন