আমার অভাব তোমাকে বুঝতে দেবনা, তুমিও তোমার অভাব আমাকে বুঝতে দিয়োনা।এমনি করেই যেন দিন যায়। এমনি করে দিন না গেলে যে অশান্তি তা কি তুমি জাননা? কাজেই তুমিও তোমার অভাব আমাকে বুঝতে দিয়োনা, আমিও আমার অভাব তোমাকে বুঝতে দেবনা।
পৃথিবীতে কে কাকে অভাব বুঝতে দিয়েছে? কেউ দেয়নি। কাজেই আমিও আমার অভাব তোমাকে বুঝতে দেবনা, তুমিও তোমার অভাব আমাকে বুঝতে দিয়োনা।
অভাব শব্দটি বড় কঠিন, বড় জটিল, বড় গরলময়।সে আজ অভাব হয়ে আমাদের জীবনে এসেছে, এ অভাব আমরা কোথায় রাখি!
অভাব তুমি যদি এতই অভাবী হবে তাহলে আরও আগে কেন এলেনা!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন