কাল বৃষ্টি হয়েছিল, অঝোর ধারায় বৃষ্টি। কে যেন কেঁদেছিল। কেঁদে কেঁদে বলেছিল বৃষ্টি হচ্ছে।
আমি সেই বৃষ্টিতে গোসল করেছি, অমৃত স্নান।সে স্নানের কথা ভোলা যায়না। কেবলই মনে হয় বার বার যদি সে বৃষ্টি হত।
কে যেন বলছিল, এ বৃষ্টি আর হবেনা।আমি তাকে খুঁজছি, সে কেন এমন কথা বলল, সে অন্য কথা বলতে পারলনা! বৃষ্টি বার বার হউক, অঝোর ধারায় ঝরে পড়ুক, বৃষ্টি না হলে কি ভাল লাগে!
বৃষ্টি হবে বলেই কি ঘরকোণে বসে আছে ঘরকুণো ব্যাঙ! সে অঝোর ধারায় কাঁদবে!তার কানায় ছেয়ে যাবে সারা পৃথিবী!
হায় হায় বৃষ্টি তুমি কেন এলেনা?
তুমি যখন আসবে মন ভরে এসো তানাহলে যে সব ‘ছলনা’।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন