গোলাপ তুমি সুন্দর, অনন্যার মত সুন্দর, আমার প্রিয়ার মত সুন্দর, রংবাহারি ফুলের মত সুন্দর, কচিকাচা পাখির মত সুন্দর, এত সুন্দর যে সারাক্ষণ শুধু চেয়ে থাকতে ইচ্ছে হয়।

গোলাপ তুমি সুন্দর বলেই কি আমার প্রিয়া আমাকে একটি ফুল দিয়েছিল গতকাল রাতে?
গোলাপ তুমি সুন্দর বলেই কি সে আমার কানে কানমলা দিয়েছিল?

গোলাপ তুমি যেখানেই যাবে আমাকে সাথে নিবে তানাহলে আমার কিছু ভাল লাগবেনা ।

গোলাপ তুমি সুন্দর গোলাপ তুমি সুন্দর এ কথা বলতে বলতে আমার যেন উচাল আসে সে উচাল আমি খাব।

গোলাপ তুমি সুন্দর গোলাপ তুমি সুন্দর এ কথায় ছেয়ে যাক সারা পৃথিবী।

গোলাপ তুমি আসলেই সুন্দর তানাহলে এত কথা বললাম কেন।

১১০
মন্তব্য করতে ক্লিক করুন