ফ্রি-মিক্সিং মোঃ রাকিবুল হাসান
ফ্রি-মিক্সিং মোঃ রাকিবুল হাসান
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান

আলোচনা - ফ্রি-মিক্সিং মোঃ রাকিবুল হাসান

ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

আমরা কি ভার্সিটিগুলোতে যুবক-যুবতীর অবাধ মেলামেশাকে নিয়ম-নীতি বানিয়ে নেইনি?

আজকে আধুনিক পৃথিবীতে আমরা নির্লজ্জোর মতো দেখছি নারীকে পুরুষের সাথে একাকি থাকার সুযোগ করে দিলো স্কুল-কলেজে, ভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান।
যেগুলোকে আমরা নারী-পুরুষের অবাধ মেলামেশার ক্ষেত্র বানিয়ে নিয়েছি। এমনকি তা একেবারে শিশুশ্রেণি থেকে শুরু করে শেষ অবধি প্রযন্ত।

আমাদের তরুণী বোনেরা প্রথমে আস্তে আস্তে কু-পথে পা বাড়িয়েছে। অসৎচরিত্রের ছেলেদের সাথে অবাধে চলাফেরা করেছে। একসময় তিলে তিলে তিলোত্তমার মতো গড়ে তোলা সম্ভ্রমকে খুইয়ে এখন ললাটে কলঙ্কের কালো তিলক এঁটে অত্যন্ত দুর্বিসহ দিনাতিপাত করছে! এবং ইহা-ই হলো অধিকাংশ তরুণী ও যুবতীর শেষ পরিণতি, যে আধুনিকতার নামে নষ্টামো ও ভ্রষ্টতার পথে বেমালুম চলে! সে নিজে কখনো উপলব্ধি করতে সক্ষম হয় না সে ভ্রান্ত পথে বা ভুল রাস্তায় চলতেছে।

আমাদের শ্রেণী কক্ষে অনেক সময় যুবতী বোনেরা এমন স্বল্পবসনা হয়ে থাকে যে, তার জামা হাঁটুর উপর উত্তোলিত হয়, এমনকি তার দু উরুর কিছু অংশ উম্মোক্ত থাকে! শুধু তাই নয়, আধুনিকতার ছোঁয়ায় এমন পোষাক পরিচ্ছেদ তারা নির্বাচন করে যেটা সুশীল সমাজ সমর্থন করেনা।

এরকম অবস্থায় একজন মেয়েকে পাশে রেখে কতিপয় গাণিতিক জটিল বিশ্লেষন, রাসায়নিক কিছু বিষয়ের সমীকরণ ও কিছু অমিমাংসিত বিষয়ের সমাধানের মতো পাঠ চুকিনো বা মাথাঘামানো অসম্ভব।

আশ্চর্য

এমন কি কিছু বোন মনে করেন “নারীর পুরুষের বাহুলগ্না হয়ে চলাটাই সভ্যতা!” এযেন সভ্যতার নামে বেলেল্লাপনার স্রোতে গা ভাসিয়ে দেয়া এক নষ্টা মেয়ের অনুশকা।

অথচ নবীজি বলেছেন:- যখনই কোনো পুরুষ কোনো নারীর সাথে একাকী হবে, সেখানে তৃতীয়জন উপস্থিত হবে শয়তান।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা!
শয়তান এই পুরো চক্রার ঘটনা কে ফ্রি-মিক্সিং নামে অভিহিত করেছেন।
ফ্রি-মিক্সিং এমন এক আগুন, যা ঘরসমূহে চলাচল করছে! এটা এমন এক প্লাবন, যা সব কিছুকে তলিয়ে নিয়ে যাচ্ছে! ইহা এমন এক মহামারি, যা সর্বত্র ছড়িয়ে পড়ছে! অথচ, আমরা টেনশনমুক্ত বসে আছি! এই আগুনকে নিভানোর কোনও চেষ্টাই করছি না, বরং এই আগুনে পেট্রল ঢেলে চলছি! আবার আশা করছি যে, এই আগুন আমাদের স্পর্শ করবে না!

সুতরাং আমাদের সচেতন হওয়া দরকার হে জ্ঞানীকুল ছাত্র সমাজ।

পরে পড়বো
৮৪
মন্তব্য করতে ক্লিক করুন