নামকরণ

সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়

একটা পেঁচা রেগে আগুন তেলে বেগুন
চোখ পাকিয়ে আছে
আমার নামটা কে রেখেছে? ধরে আন তো
তাকে তেঁতুল গাছে!
শকুন বললে, আমি তো ভাই কোনও খেলার
জানি না জুয়া চুরি
দুর্যোধনের মামার সঙ্গে আমার নাম
কে দিয়েছে জুড়ি?
শেয়াল বলল, শোনো সবাই, এখন থেকে
আমার নাম শ্রীগাল
ডাক নামে কেউ ডাকে যদি কামড়ে দেব
মজা বুঝবে কাল!
ঘোড়ার থেকে একটু ছোট সেই দুঃখে
নামটি বোকা গাধা
গান গাইতে বড্ড ভালো লাগে তবু
নিষেধ গলা সাধা!
কোকিল বলল, যা বলো তাই বলো আমায়
সবাই বাসে ভালো
কাকের সঙ্গে তুলনা কেউ দেয় না ভাই
যদিও রং কালো।
মোরগ বলল, ফুলের সঙ্গে নামের মিল
হল না এ জীবনে
আপন মনে ফুটে উঠে ঝরে যেতাম
গভীর কোনও বনে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন