তবে, হবে কি আরেকটা সংগ্রাম?

সামস রবি সামস রবি

(২০১৭ সালে প্রকাশিত কবিতা)

তবে হবে কি আরেকটা সংগ্রাম?
যে সংগ্রামের নাম হবে মানবতা, কিংবা বৈষম্য ভেদ।
চুপ থাকতে থাকতে আমরা কি চলে গেছি নষ্টদের দলে?
বিশ্বজিৎ থেকে রাজন, তনু থেকে খাদিজা,
রক্তাক্ত কাটাতার থেকে পেট্রল বোমায় দগ্ধ মৃত্যু মিছিল
ক্ষুধার্থ বানরকে জ্বালিয়ে মারার শাস্তি থেকে ছোট্ট শিশু গৃহ কর্মীর ছেঁকা দেওয়া বিভৎস পিঠ।
পাঠক্ষেত, চলন্ত বাস কিংবা রেইনট্রি হোটেলে আনুষ্ঠানিক ধর্ষণ।
নষ্টাদের এই বিকৃত কর্মের আছে কোন প্রতিকার?
এই সমাজ কাকে বাদ দিবে বিকৃত বর্বর থেকে,
স্বনামধন্য ক্রিকেটার থেকে নেশা গ্রস্থ রিক্সাচালক,
সফল ব্যবসায়ী থেকে শিক্ষিত গৃহকর্ত্রী।
শুধুই আশার বানী, হেয়ালিপনায় মজা নেওয়ার ইস্যু।
বর্বর, বিকৃত নষ্টারা আজ মিটিমিটি হাসে, সভ্যদের হায় হুতাসে।
তারা জানে হবেনা কিছু, অর্থের কাছে নতজানু সকল সভ্যতা।
দিনের পর দিন বেড়েই যাচ্ছে নির্যাতিতের সংখ্যা।
দশের মাঝে একে'র শাস্তি বাকি কি শুন্য?
নয়ে'র খবর নেয় না কেউ, উদ্ভাসিত অভিনন্দন দিতে সবাই ব্যস্ত।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন