মোঃ শামীম হোসেন

কবিতা - ভাই-বোন

লেখক: মোঃ শামীম হোসেন

তাং:-২৩.০৮.২৪ ইং

মায়ার ডোরে বেঁধে রাখি
স্নেহের ছোট বোনটি ;
মায়া ভরা মুখটা তাহার
দেখতে চায়ে মনটি।

ভাইয়ের কাছে বোনটি তাহার
চাঁদের চেয়ে দামী ;
ভাই ও বোনের ভালোবাসা
যেন মধুর খামি।

ভাই দুর্দিনে পড়লে বোনে
ছুটে ঠিকই আসে ;
সাহস যোগায় বোনটি তাকে
থাকে সদা পাশে।

বোনের মুখটি মলিন দেখলে
ভাইয়ের বুকটা ফাঁটে ;
বোনের মুখে হাসি দেখতে
হরেক ফন্দি আঁটে।

ভাইয়ের অভাব বোঝে তারা
নেই যে যাদের ঘরে ;
ভাইয়ের আদর ছাড়া কি আর
শূন্য বুকটা ভরে ?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৭৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন