শরতের বৈচিত্র্য

এম.এস নাজমুছাবির শামীম এম.এস নাজমুছাবির শামীম

শরৎ রানীর যৌবন ভাদ্র আশ্বিন মাস ;
ঋতুচক্রে শরৎ রানী সাজে নতুন সাজ।
কখনো একটু একটু বৃষ্টির ফোটা ;
হৃদে মাজারে শিহরণ জাগে খুবই।

হরেক রকম ফুলে ফলে সাজে বঙ্গ মাতা ;
জবা জুঁই কাশ কেয়া বেলি শিউলি।
আরও আছে ধুতরা নয়য়তার কামিনী ;
ফুলের সুবাসে সুবাসিত হয় ধরায়।

নদী নালা খাল বিল হাওর জলে ;
শাপলা পদ্ম ফুলের মেলা।
দেখলে দুই নয়নের দৃষ্টি কাড়ে ;
মন মহলে লাগে সুখ সাচ্ছন্দ্যে দোলা।

নবান্নের ধান ওঠে কৃষকের ঘরে ;
চলে পিঠা পায়েস তৈরির উৎসব।
বাংলার গ্রাম গঞ্জে পরে উৎসবের ঢল ;
আনন্দ মুখর একটা পরিবেশ।

শরৎ রানীর আগমনে বঙ্গ মাতার অঙ্গে ;
লাল সবুজে দৃষ্টি নান্দনিক সাজ সজ্জা।
এমন অপরুপ সৌন্দর্য ধারণ করে প্রকৃতি ;
বর্ণনা করার মতো ভাষা জানা নাই আমার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন