নাটকের হাট
মোঃ আব্দুল মজিদ এনডিসি
চারিদিকে রটনার জটাজাল, কেবলই ঘটনার ঘণঘটা
আকাশ-বাতাস নদী-নিসর্গ একেবারে নিস্তব্ধ, বিস্ময়ের ছটা
বহে দিকেদিকে।দেখি নাটক, অতিনাটক, কখনো নাটকের ভেতরে নাটক
মানুষ বন্দী আজ, মানুষের সময়গুলো আটক
হয়ে আছে গতিহীন ভাবনার জালে, তাই যাপন থেমে গেছে,
জীবন কথা বলে না। জানি এখনি সময় হয়েছে
বুঝি সবকিছু ভেঙে পড়ার;
এ যে দেখি এক মহাআজব সংসার!
অস্থির মানুষগুলোর কে যে কী চায়
কে যে কোন দিকে যায় কার ইশারায়
বোধে আসে না
চিন্তার নদীগুলি মজে গেছে বুঝি, তাই চিন্তাবিদেরা আর ভাসে না
বুদ্ধির স্রোতে; সকলেরই পাগলদশা আজ
জাতি আজ দিশাহারা, ক্যাটালিস্ট খেলে যায়, কপালে তার চিন্তার ভাঁজ
তবে কি সেও হবে দিশাহারা অবশেষে?
এক আজব সিডর-ঘুর্ণিচক্রে পড়ে গেছে সকলে, সে চক্রে মেশে
আবার সিডরের যত কূটবুদ্ধির যত অমানিশা
ভাবি এ জাতি কেমনে পাবে আর সামনে আগানোর দিশা
কোন দিন। কেমনে হবে আর সোনালি সময়ের চাষে
হীরক ভবিষ্যৎ গড়া, আর পাশে
চলমান জীবন এক নির্ঝণ্ঝাট
যেখানে দিকেদিকে কেবলই জমজমাট নাটকের হাট!
(রচনার সময়কাল-নভেম্বর ২০২৩)
আকাশ-বাতাস নদী-নিসর্গ একেবারে নিস্তব্ধ, বিস্ময়ের ছটা
বহে দিকেদিকে।দেখি নাটক, অতিনাটক, কখনো নাটকের ভেতরে নাটক
মানুষ বন্দী আজ, মানুষের সময়গুলো আটক
হয়ে আছে গতিহীন ভাবনার জালে, তাই যাপন থেমে গেছে,
জীবন কথা বলে না। জানি এখনি সময় হয়েছে
বুঝি সবকিছু ভেঙে পড়ার;
এ যে দেখি এক মহাআজব সংসার!
অস্থির মানুষগুলোর কে যে কী চায়
কে যে কোন দিকে যায় কার ইশারায়
বোধে আসে না
চিন্তার নদীগুলি মজে গেছে বুঝি, তাই চিন্তাবিদেরা আর ভাসে না
বুদ্ধির স্রোতে; সকলেরই পাগলদশা আজ
জাতি আজ দিশাহারা, ক্যাটালিস্ট খেলে যায়, কপালে তার চিন্তার ভাঁজ
তবে কি সেও হবে দিশাহারা অবশেষে?
এক আজব সিডর-ঘুর্ণিচক্রে পড়ে গেছে সকলে, সে চক্রে মেশে
আবার সিডরের যত কূটবুদ্ধির যত অমানিশা
ভাবি এ জাতি কেমনে পাবে আর সামনে আগানোর দিশা
কোন দিন। কেমনে হবে আর সোনালি সময়ের চাষে
হীরক ভবিষ্যৎ গড়া, আর পাশে
চলমান জীবন এক নির্ঝণ্ঝাট
যেখানে দিকেদিকে কেবলই জমজমাট নাটকের হাট!
(রচনার সময়কাল-নভেম্বর ২০২৩)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন