মহান ভারতবর্ষ

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

মহান ভারতবর্ষ
শংকর ব্রহ্ম


এই সেই মহান ভারতবর্ষ
যেখানে গরীবরা আরও গরীব হয়
ধনীরা টাকার কালো পাহাড়ে চড়ে বসে
এখানে কত যে লোক অনাহারে মরে
কেউ তার হিসাব রাখে না

এই সেই মহান ভারতবর্ষ
যেখানে মেকি বিপ্লবী আর বুর্জোয়ারা
একপাতে খায়
বিপ্লবের নামাবলী গায়
ভাইয়ের রক্তে বহুবার
হোলিখেলা হয়েছে এখানে
বুর্জোয়ারা চোখে ধূলো দিয়ে
প্রয়োজনে সতর্ক বিপ্লবী বুলি কপচায়
আসলে হারাণ মাষ্টারের পোলারাই শুধু
এখানে প্রতিবিপ্লবী
আর সকলেই আদর্শবান সৎ

এই সেই মহান ভারতবর্ষ
যেখানে নোবেল চুরি হয়ে যায়
নৈতিক পতনে বহুলোক
নেতা থেকে দালাল ও বেশ্যারা
অর্থ লোভে এই দেশ
অনায়াসে বেচে দিতে পারে
এখানকার লোক এতই মূর্খ ও নির্বোধ যে
ক্রোধেও সে নির্বাক প্রতিবাদহীন
প্রতিভাবানেরা এখানে অনাহারে মরে
ভাল লোকেরা নানা ভাবে অপদস্ত হয়
নির্ঝঞ্ঝাট মানুষের উপর
যত সব ঝঞ্ঝাট তুলে দেয় পড়শীরা
নামাবলী গায়ে এখানকার সমস্ত সাধুরা
আসলে বিখ্যাত চোর

এই সেই মহান ভারতবর্ষ
যেখানে নির্বিচারে ওষুধ ও বেবীফুডে
ভেজাল মেশানো হয়
অন্ধদের উপর লাঠি চলে নির্বিবাদে
এখানে নিয়মিত নারী ধর্ষণ হয়
বধূ হত্যা হয় প্রায়ই
অসহায় বন্দীদের গেলে দেওয়া হয় চোখ
কেটে নেওয়া হয় জিভ
তবু বড় বড় ভাষণ
আর আশার বাণী শুনিয়ে
এখানে,অনায়াসে ভোটে জেতা যায়।

এই সেই মহান ভারতবর্ষ
যেখানে স্বজন পোষণ নীতি চলে সর্বত্র
ঘুষ দেওয়া নেওয়া
এখানে রীতিমত অপরিহার্য
ন্যায় নীতির আশা করা
ভীষণ রকমের অন্যায়

এই সেই মহান ভারতবর্ষ
যার মাথায় হাত বুলিয়ে
অনেকেই করে খাচ্ছে কিছু
এই সব দেখে শুনে বুঝে
আমাদের মতো সব মূর্খ নাগরিক
তালে তাল দিয়ে যাচ্ছি শুধু
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন