এ কে দাস মৃদুল

কবিতা - তিনিই আমার মা

লেখক: এ কে দাস মৃদুল

চমকে
উঠেছিলো চিৎকারে
জন্মদাত্রী জননীর অন্তরে
জন্মেছিলাম যখন আঁতুড় ঘরে,
মায়ের চোখে সুখেরই অশ্রু ঝরে;
তিনিই আমার মা জন্মেছিলাম যার অন্দরে।

দশমাস
দশদিন ধরে
লালন করেছিলো জঠরে
সকল যাতনা সয়েছিলো অকাতরে,
ধরণীর আলো দেখিয়েছিলো নয়ন ভরে;
তিনিই আমার মা বেড়েছিলাম যার আদরে।

কখনো
ব্যথা পেলে
আদরে নিতো তুলে
হাত বুলাতো খেলারই ছলে,
পরীদের গান শুনাতো দোলনার দোলে;
তিনিই আমার মা জন্মেছিলাম যার কোলে।

রাখেনি
কেউ আমায়
তাঁরই মতো মমতায়
উষ্ণতার আঁচলে বুকেরই পিঞ্জিরায়,
জন্মাবধি রেখেছেন নিরন্তর আনন্দ ধারায়;
তিনিই আমার মা নির্মলতা যার ভালোবাসায়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন