বিপ্লবী বৃষ্টি নামে
হাসান জামান
সীমাহীন আকাংখা সাঁতার কাটে
এক হাঁটু জলে,
ঝাঁকে ঝাঁকে স্বপ্নের রুপালি ইলিশ মরে যায়
বেদনার তীব্র অনলে!
নিদ্রাহীন নিঝুম রাতে এ নিস্তব্ধ শহরে
দুখিনী পড়শী আমার দূখের পহরে
কুয়াশার আড়ালে আছো কি জেগে ?
মগজে মাকড়সা জাল বুনে গভীর উদ্বেগে!
বিষন্ন মনের বারান্দায় একা একা
প্যাথিড্রিন ঢালে ঘুম চোখের পাতায়
পৃথিবীর কিছু ছায়া কিছ মায়া হলোনা দ্যাখা!
সূর্যের আলোক রশ্মি এ গহীন অন্ধকার ছিঁড়ে
আসবে কি ঘন সবুজ পাহাড়ে পৃথিবীতে ফিরে?
নতুন সূর্য উঠবে কখনো কে জানে
হাহাকরে ভরা হৃদয়ের সবুজ গালিচায় ?
ইচ্ছের রংগীন পাখি উড়ে উড়ে দূরে সরে যায়
আকাশ ছেড়ে দূরে আরো বহুদূর নীলিমায়।
সময়ের সিড়িঁ ভেঙে উপরে উঠা সহজ তো নয়,
আকাংখা পুরন এতো সোজা নয় প্রান্তরে ঘুরে
পা পিছলে সরে যায় মাটি পলিমাটি, সবখানে ভয়
প্রকৃতি ভীষন ছন্নছাড়া ভাঙা স্টেশনে বসে
ভিখারি হৃদয় মৃত্যুর প্রহর গুনে,নক্ষত্র পড়ে খসে!
এক হাঁটু জলে,
ঝাঁকে ঝাঁকে স্বপ্নের রুপালি ইলিশ মরে যায়
বেদনার তীব্র অনলে!
নিদ্রাহীন নিঝুম রাতে এ নিস্তব্ধ শহরে
দুখিনী পড়শী আমার দূখের পহরে
কুয়াশার আড়ালে আছো কি জেগে ?
মগজে মাকড়সা জাল বুনে গভীর উদ্বেগে!
বিষন্ন মনের বারান্দায় একা একা
প্যাথিড্রিন ঢালে ঘুম চোখের পাতায়
পৃথিবীর কিছু ছায়া কিছ মায়া হলোনা দ্যাখা!
সূর্যের আলোক রশ্মি এ গহীন অন্ধকার ছিঁড়ে
আসবে কি ঘন সবুজ পাহাড়ে পৃথিবীতে ফিরে?
নতুন সূর্য উঠবে কখনো কে জানে
হাহাকরে ভরা হৃদয়ের সবুজ গালিচায় ?
ইচ্ছের রংগীন পাখি উড়ে উড়ে দূরে সরে যায়
আকাশ ছেড়ে দূরে আরো বহুদূর নীলিমায়।
সময়ের সিড়িঁ ভেঙে উপরে উঠা সহজ তো নয়,
আকাংখা পুরন এতো সোজা নয় প্রান্তরে ঘুরে
পা পিছলে সরে যায় মাটি পলিমাটি, সবখানে ভয়
প্রকৃতি ভীষন ছন্নছাড়া ভাঙা স্টেশনে বসে
ভিখারি হৃদয় মৃত্যুর প্রহর গুনে,নক্ষত্র পড়ে খসে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন