এসো যুবক এসো তরুণ এসো ধর্মযোদ্ধা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে।
সত্য-সদা উদ্ভাসিত ন্যায়ের পক্ষে রবে, সনাতনীদের কল্যাণে ধর্মযোদ্ধা হবে।
চলে এসো চলে এসো হে ধর্মযোদ্ধা দুরন্ত পায়ে হাঁটি ঐক্যবদ্ধ হয়ে বাঁচি।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ভবে মাঝে মানবতার এক ঘাঁটি।
আমি হিন্দুত্ববাদী সারথীর সাজে বলবো জয় শ্রী রাম জয় শ্রী রাম।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন