প্রভাতের নদী
মোহাম্মদ সিয়াম হোসেন
আমার প্রতিটি পদক্ষেপ
প্রভাতের শান্ত নদীর মতো।
প্রতিটি বিষাক্ত শব্দের প্রত্যুত্তরে
আমি তরঙ্গহীন স্রোতের অদৃশ্য বয়ে চলা।
আমার নীরবতা জমাট বেঁধে আছে
বরফ যুগের শক্ত জল কণার মতো।
যেখানে আমি এক রাশি
আগ্রাসী হবো বলে কথা ছিলো বহুবিধ।
সেখানে আমার কোষ গহ্বরে রয়ে গেছে চিহ্ন তার
সভ্যতার বংশ বিস্তারের ইঙ্গিত।
প্রভাতের শান্ত নদীর মতো।
প্রতিটি বিষাক্ত শব্দের প্রত্যুত্তরে
আমি তরঙ্গহীন স্রোতের অদৃশ্য বয়ে চলা।
আমার নীরবতা জমাট বেঁধে আছে
বরফ যুগের শক্ত জল কণার মতো।
যেখানে আমি এক রাশি
আগ্রাসী হবো বলে কথা ছিলো বহুবিধ।
সেখানে আমার কোষ গহ্বরে রয়ে গেছে চিহ্ন তার
সভ্যতার বংশ বিস্তারের ইঙ্গিত।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন