বাসিলে ভালো বিরহ কোথায়
কোথায় দুঃখ কোথায় বেদনা
ভালোবাসা যেন সুখের সূত্র
বিশ্বের সব সুখের দ্যোতনা ।
যদি ছুঁয়ে যায় হৃদয় তলে
সিক্ত হবেই প্রেম সলিলে
উতলা হৃদয়ে মিলিয়ে সবে
হয় যে প্রিয় সুখের ভবে ।
যেজন জানেনা বাসিতে ভাল
কেমনে জ্বালিবে সুখের আলো
তপ্ত হৃদয়ের নিদাঘ তাপে
মজে সে জীবন দুখের পাকে।
সৃজিত জগৎ প্রেমের সুরে
তাহারি আবেশ হৃদয় জুড়ে
ফুটিছে কুসুম তাহারি তরে
তাহারি সুবাস অবনী পরে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন