Amarendra sen

কবিতা - যদি না জাগে সেই অনুরাগ

লেখক: Amarendra sen

সে কি মোরে বেসেছে ভালো
চপল চোখের চকিত আলো
হৃদয় আমার হরিয়া নিলো ।
হয়েছি বন্দি হৃদমাঝারে
সুখের জীবন গরল হোল ।
সেতো মুখেতে বলেনা কথা
তবু যেন বুঝি তাহার ব্যাথা
ফিরে ফিরে চায় দেখিতে
কান পেতে রয় সদা শুনিতে
মিলিলে নয়ন নয়নে পরে
আনন ফিরায় লাজের ভারে ,
তৃষিত বদনে ব্যাকুল নয়নে
বেপথু হিয়ায় শ্রবণ করে,
কাহারো হয়না এমন ভাব
যদি না জাগে সেই অনুরাগ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন