মোটরগাড়ি

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

মোটর গাড়ি মোটর গাড়ি
বাঁকের সারি সারি
ছুটতে গেলেই পরবে মুখে
থামার কমা দাঁড়ি
ব্রেক কর ব্রেক কর
দেখ বাম ডান
ছুটে চল তারপর
রান রান রান
ড্রাইভার ড্রাইভার
পেট মটু দমদার
আগারে বাঘারে
চিটপটাৎ বারবার
ওভারটেক ওভারটেক
মুখ হাসে বগার
রিক্সার ধাক্কায়
গেল বগা পগারপার
রান রান রানার
পথে পথে ব্যনার
আগে ভাগে জেনে যাও
অজানা যা জানার
ঝাকুনিতে ঝংকার
বারে বারে বমি
ছুটছে ঝম ঝম
চাকার নাকে রমি
জল নাও তেল নাও
নাও আরিকারি
নইলে পরে ট্রাফিক হাটে
রটবে জারি জুরি
বেগে বেগে ছুটে চল
ঝম ঝম ঝম্
রেগে মেগে হুঙ্কার
পম পম পম্
ছাত্র ছাত্রীদের সাবধানে
দেখে শুনে চলা চাই
পথে ঘাটে সাবধানের
কোন মার নাই
এই যে গাড়ি হালের বাড়ি
থাকে অনেক দোষ
্য্যসময়ের চেয়ে জীবন দামি
নিও সবার খোঁজ
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন