শংকর ব্রহ্ম

কবিতা - নারী-গর্জন

লেখক: শংকর ব্রহ্ম

নারী-গর্জন
শংকর ব্রহ্ম

এইভাবে সমবেতভাবে গর্জে ওঠা যায়
কেউ কোনদিন দেখেনি,
স্বাধীনতা পূর্ব রাতে করে দেখালো নারী
তোমরাই তো অসুরদলনী।

দূর্গাকে মৃন্ময়ী দেখেছি
কখনও চিন্ময়ীরূপে দেখিনি
তোমাদের সকলকে দুর্গারূপী দেখে আজ
নিজেকে আর ধরে রাখতে পারিনি।

তোমাদের আহ্বানে ছুটে গেছি পথে
আমিও যে আছি তোমাদের শপথে।

১২৭
মন্তব্য করতে ক্লিক করুন