লজ্জা
শংকর ব্রহ্ম
মুখোশ পরা শিয়ালগুলি
হুকহা হুয়া ছাড়ছে ডাক,
না শুনে জনগণের দাবী
দল নিয়ে ওরা মত্ত থাক।
আমরা ওদের ধার ধারি না
নিজেদের কথা বলব আজ,
না শুনতে চায় কান ঢাকা দিক
ভুলে সকল লজ্জা লাজ।
নির্বাচনের সময় এলে
আমাদের ধার ওরাই ধারে
সমস্ত কাজে রেখে ফেলে
ভোটের সময় আসে ঘরে।
তারপরে সব ভুলে যায়
জনগণেরই লজ্জা হায়৷!
তাই সবাই ফুঁসে উঠে
অপরাধের বিচার চায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন