গোপনে কিছু হয় না

পারভেজ আহমেদ সাগর পারভেজ আহমেদ সাগর

কেউ করিনি মানে তা হয়নি,
যা হয়েছে তা গোপন থাক।
যা করাতে কারো ক্ষতি নেই,
তবে হবে কেনো তা প্রকাশ?
যা দেখিনি তা হয়নি মোটেই,
যা আড়ালে তা সংগোপনে।
কোন লাভ নেই ছড়িয়ে সেটা,
মহান খোদা সবোই জানেন।
একে অপরকে গবেষণা নয়,
সবে করবো আত্মসমালোচনা।
ভলবাসবো একে অপরকে খুব,
হবে সুন্দর এক পৃথিবীর রচনা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন