ওই আশ্রম মন্দিরে
পুরোহিত করে বাস।
সকাল-সন্ধ্যা আরাধনায়
কাটায় বছর মাস।
ত্রিসন্ধ্যা মুক্তি মিলে
ভক্তিতে মিলে শক্তি।
ভালো কর্মই ধর্ম আমার
ধর্ম রথে চলি।
পরপারের কথা ভেবে
করবোনা খারাপ কাজ।
ধর্ম পথে চলি সবাই
হবে জীবনে পুণ্যলাভ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন