উপেক্ষিত অপেক্ষায় বসে
সামস রবি
আমি আজও অপেক্ষায় আছি বসে
কখন এসে বলবে- অনেক হয়েছে এবার চল
বিবর্ণ চোখে চোখ রেখে বলবে-
কেন এমন করিস;
উপেক্ষিত হাতে হাত রেখে করবে কত ওয়াদা
মুখে কোন অনুশোচনার বানী নয়!
চোখে আর মলিন মুখে ভেসে উঠবে-
অনুশোচনা আর প্রেমের আভাস
চুর্ণ হৃদয়ে জেগে উঠবে আবার সেই পুরনো চর,
তীর্থ দ্বীপে থাকবেনা কোন ভেলা কোন সংযোগ
শুধু বিশ্বাস আর ভরসার আবাদ।
কখন এসে বলবে- অনেক হয়েছে এবার চল
বিবর্ণ চোখে চোখ রেখে বলবে-
কেন এমন করিস;
উপেক্ষিত হাতে হাত রেখে করবে কত ওয়াদা
মুখে কোন অনুশোচনার বানী নয়!
চোখে আর মলিন মুখে ভেসে উঠবে-
অনুশোচনা আর প্রেমের আভাস
চুর্ণ হৃদয়ে জেগে উঠবে আবার সেই পুরনো চর,
তীর্থ দ্বীপে থাকবেনা কোন ভেলা কোন সংযোগ
শুধু বিশ্বাস আর ভরসার আবাদ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন