শব্দের সঞ্চয় ফুরিয়ে আসে তবু পথ শেষ হয় না এবার পথ যে
প্রান্তরে নিয়ে আসে সেখানে ফসল কাটা হয়ে গেছে হলুদ খড়ের
মধ্যে তার সোনার স্মৃতি পড়ে আছে এখানে খড়ের মুকুটে
নীহার বিন্দুর হীরক হয়ে শুয়ে আছে শীতে আর্ত নিস্তব্ধতা
পথই একমাত্র বহমান যা একই সঙ্গে থেমে থাকতেও পারে
আমাকে থামতে বলায় পৌষের ক্রান্তিকাল আমার দায়টা মনে
করিয়ে দেয় – তোমার যে উপহার আমাকে নিয়ে যেতে হবে তা
আমার সংগ্রহ হয়নি এখনো এবারের শীতের ভোরে খড়ের মুকুটে
নীহারের স্তব্ধ হীরের ছবিটিকে সেই অনুদ্ধত নম্র উপহার বলে
শনাক্ত করতে পারি.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, ভাঙা পথের রাঙা ধুলায়)
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন