সৌমিত্র চট্টোপাধ্যায়

কবিতা - কান্নার জন্যে অবকাশ

সৌমিত্র চট্টোপাধ্যায়

এসব মনে পড়লে
দেখো যাতে কান্নার জন্যে
একটা অবকাশ থাকে
এমন একটা ভূভাগ
যা হরিতের বর্ণবিক্ষেপে আতুর হয়ে আছে
হয়তো পাহাড় হয়তো অরণ্য
নয় তো কি সমুদ্রের সীমাহারা একাকিত্বই চেয়ে নেবে?
লজ্জাহারী ঢেউগুলো
তোমার কান্নার শব্দকে ঢেকে রাখবে
অন্তহীন ভেঙে পড়বে
দেখো তোমার কান্না যেন অপেক্ষা করে
যতদিন না এসব
তোমার মনে পড়ে.

~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, ক্যালাইডোস্কোপ)

২২১
মন্তব্য করতে ক্লিক করুন