ভাঙা পথের রাঙা ধুলায় (কাব্যগ্রন্থ)

সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়

বৃষ্টি থেকে থেকে রূপ পাল্টায় এইতো ঝিরঝির শুরু একটানা বাজছিল হঠাৎ ঝমঝমিয়ে উঠলো যেন এক ঐক্যতানের দায়িত্ব এসে পড়েছে তার ওপরে
মৃত্যুর আসা-যাওয়া সেই রকমই একটানা দীর্ঘকাল মৃত্যু আশেপাশে হাঁটে ডেকে ডেকে যায় প্রত্যহ প্রত্যেক সপ্তাহ মাস রোজ তো দেখা যায় তাকে তবু কেউ দেখেও দেখেনা যেন তাকে ভাবে বিশ্বরঙ্গে আর কোন মঞ্চে বুঝি জ্বলে ওঠে সে প্রদাহী আমাকে পোড়াবে না কোনওদিন মৃত্যু যেন এক নির্বচন অভ্যাসের মত হয়ে যায় সে তো আসে যায় মানুষেরই সঙ্গে সংগঠনে মেশামেশি করে অভেদ অভূষিত থাকে অধিকাংশ মানুষ যেমন আটপৌরে পোশাকে প্রচ্ছদপটে অলক্ষিত হয়ে রয়ে যায়
তারপর সহসা আচম্বিতে কখন ঝঞ্ঝাসঙ্গীকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই সংবর্ত লোকসমাজের সংগঠন ভেঙে দেয় সহনশীলতার বাঁধ চূর্ণ করে নিমেষেই মরুপাংশু বর্ণে নিষন্ন করে সে পরিঘাত মহাবিষণ্ণতার অন্ধকার থেকে কার মন কিভাবে কতদিনে ফিরিয়ে দেবে তা কেউ জানে না
এখন নিশীথ মন্দ্রিত হয় যে বিলাপ ধ্বনিতে তা বর্ষাসমাগমে তাপশান্তি বিলসিত নয় এ অনাথ স্মৃতির হাহাকার সে কোথায় সে নেই কেন ওই তো তার পরিধান স্পর্শ বঞ্চিত হয়ে পড়ে আছে তবে সে কেন নেই অনিশ্চয়তার ধারা সম্পাতে কেন এই একটিমাত্র ধ্রুবতা তা বোঝা গেল না কে বোঝাবে দুর্বহ এই চিরজাগর বিস্ময়কে ভাবতে ভাবতে নিশাবসান হতে থাকে অবধারিতের আলোয় এসে সে দাঁড়ায়

কাব্যগ্রন্থ : ভাঙা পথের রাঙা ধুলায়
সৌমিত্র চট্টোপাধ্যায়
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন