যদি উত্তরাধিকারীকে কিছু বলে যেতে হয়
তাকে বোলোনা
এই সংসারটা ঠিকঠিক চলেছে
ওই যে সামনে
চৈত্রের খরতাপকে উপেক্ষা করে
দুফসলা জমিতে
সবুজ ধান উজ্জ্বল হয়ে আছে
বোলোনা ওটাই
সব ঠিকঠাক থাকার প্রত্যক্ষ প্রমাণ
যদি উত্তরাধিকারীকে কিছু বলে যেতে হয়
তাকে বোলোনা
পৃথিবীজুড়ে যে অলোকসামান্য নিসর্গ আছে
জীবন যাপনের মর্মভেদী দুঃখকে
ভোলাবার জন্য সে সবই যথেষ্ট
তুমি বোলো
বাংলার গ্রামের এই শেষ বসন্তে
যে পিউকাঁহা শ্রান্তিহীন ডেকে গেল
সে তোমাকে বলেছিল
দুর্দমনীয় বাধাগুলোকে পার করার চেষ্টা
না করলে
বেঁচে থাকাটা অর্থবহ থাকবে না
উত্তরাধিকারী এই তাপিত বনস্থল
লালমাটির পথে
হেঁটে যেতে যেতে জেনে যাক
সব ঠিকঠাক চলছে না
কোনদিনই চলেনি
তবুও ছয় ঋতু হেঁটে যেতে হয়
সেও যাবে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন