শংকর ব্রহ্ম

কবিতা - শূন্যতা – ২.

লেখক: শংকর ব্রহ্ম

শূন্যতা – ২.
শংকর ব্রহ্ম

ফুটলে কুসুম জুটবে অলি
থাকবে তাদের কথাকলি
নিন্দুকেরা যদি বলে, তাকি শব্দদুষন নয়?

কিছুই থাকে না শূন্য সব ভরে যায়
মিষ্টি কথায় ভরে শূন্য হৃদয়।

প্রকৃতি তার কাজটি ঠিক
করিয়ে নেবে আন্তরিক
বিচার করে সকল দিক।
সেটাই বুঝি লোকের ভয়
আর কিছু নয়?

থাকে না কিছুই শূন্য সব ভরে যায়
শূন্য হৃদয় ভরে মিষ্টি কথায়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন