স্বাধীনতা মুক্ত বাতাসে বুক ফুলিয়ে শ্বাস
শূন্যলোকে বিহঙ্গের স্বর্গ সম বাস
উদ্যমে বয়ে চলা আত্মহারা আরক্ত নদী
রক্তস্রোতে মুমুক্ষি বয়ে ক্রশূল বধি
দাসত্বের শৃঙ্খলে হেরি পদস্থ শির
সৌর্য বীর্যের বক্ষ ভেদী নির্ভীক বীর
উলঙ্গ পানে স্বাধীনতা বস্ত্র বসন
বীর ধারার মায়ের মৃন্ময়ী বধন
বুক ফুলিয়ে তরাঙ্গীর দুর্নিবার গান
রুদ্ধ ঘরে দ্বার খুলা নব অভুত্থান
ভয়াল থাবায় ছিন্ন করা অনিরুদ্ধ বাধ
জীর্ণ তটে বরেণ্য ঐ মৃত্যুর মহা স্বাদ
সিন্ধু পানে মরু শিশুর আত্মিক হীর
বুভুক্ষু পানে স্বাধীনতা রিদ্ধ রম নীড়

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন