নারীই সেরা
মোঃ মাহিম খান
নারী মানে এগিয়ে চলা
সুষ্ঠু নিরব পথে,
নারী মানে দাঁড়িয়ে থাকা
শক্তি জোগানোর তরে।
নারী মানে আড়ালে থাকা
মুক্তোর চেয়ে দামি,
নারী মানে চুপ থেকে
ভালোবাসায় অগ্রগামী।
নারী তো নয় ভোগ্য পণ্য
নয় তো মূল্যহীন,
তাকে ছাড়া সবই শূন্য
অপূর্ণ তাকে বিহীন।
সবার ঘরে আছে নারী
মা, বোন বা দাদি,
তাদের ছাড়া অগোছালো জীবন
কখনো হয় না দামি।
নারীর মুক্তির কথা বলে
সুর তোলে আজ যারা,
রাত পোহালেই নারীর কান্নার
কারণ হয় তারা।
নারী হলো শ্রেষ্ঠ মানুষ
নারীই সেরা মা,
তাদের তরে জীবন দিতে
নেই তো কোনো মানা।
সুষ্ঠু নিরব পথে,
নারী মানে দাঁড়িয়ে থাকা
শক্তি জোগানোর তরে।
নারী মানে আড়ালে থাকা
মুক্তোর চেয়ে দামি,
নারী মানে চুপ থেকে
ভালোবাসায় অগ্রগামী।
নারী তো নয় ভোগ্য পণ্য
নয় তো মূল্যহীন,
তাকে ছাড়া সবই শূন্য
অপূর্ণ তাকে বিহীন।
সবার ঘরে আছে নারী
মা, বোন বা দাদি,
তাদের ছাড়া অগোছালো জীবন
কখনো হয় না দামি।
নারীর মুক্তির কথা বলে
সুর তোলে আজ যারা,
রাত পোহালেই নারীর কান্নার
কারণ হয় তারা।
নারী হলো শ্রেষ্ঠ মানুষ
নারীই সেরা মা,
তাদের তরে জীবন দিতে
নেই তো কোনো মানা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন