এক সুরে

Amarendra sen Amarendra sen

জানিনা এটাই হয়তো শেষ রাত্রি
সূর্য সাক্ষী হবেনা বিদায়ের ক্ষনে,
ভাবছো মনে তুমি চলে গেলে কি হবে ?
খুঁজবে তোমায় কে, রইবে কার মনে মনে ?
সব কিছু ছেড়ে পঞ্চ শরীরে
যাও না কেন অসীম অনন্ত দূরে
তুমি রয়ে যাবে সেই বিন্দুতে
যাদের সঙ্গে ভাব তরঙ্গে মিলে আছো এক সুরে।
এই মিল বাড়ে বাড়ে ডেকে আনে
বন্ধু সখা প্রিয়জন সবারে একতানে
সন্তান যেন সমতান ফিরে আসে
অসীম সমুদ্রে মিলে যেথা পিতমাতার ভাব স্পন্দনে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন