Amarendra sen

কবিতা - মানুষ ভাস্কোদাগামা

লেখক: Amarendra sen

মানুষ ভাস্কোদাগামা
শুরু করেছিল সন্ধান
জীবন জ্যোৎস্না রাতে
এক রমণীয় স্থান ,
যেখানে সুখের চোখ
মুহূর্তেও ফেলেনা পলক
গতি হবে চল চলমান
স্থিতিতেও সুখ বহমান।
সুখ সন্ধানের পথ
আজও হলোনা শেষ
নিশির আঁধারে নরকের পারে
খুঁজে ফেরে অনিমেষ,
যেই রমণীয় পথ বেয়ে
আনন্দের স্রোতে ধেয়ে
মনের আয়নায় চেয়েছিলো
অবিনশ্বর সুখের স্বর্গ ,
ভ্রান্তির চপল হাসি
ইচ্ছেরে করে দিয়ে বাসি
টেনে নিয়ে যায় নরকে
খুঁড়ে ফেলে কামনার মর্গ ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন