দ্রব্যমূল্যের খেলা
মোহাম্মদ রাকিবুল ইসলাম রাহান
দ্রব্যমূল্যের খেলা
বাজার যেন এক অদ্ভুত দেশ,
দামের উঠানামা অদৃশ্য বেশ।
চালের বস্তা, তেলের বোতল,
সবজির পসরা জ্বালায় অনল।
ব্যবসায়ীরা মুখে হাসি,
তামাশা করে বলে, "বাসি।
দাম তো বাড়বে, সাপ্লাই কম,
আমাদের কী দোষ, নিয়ম এমন।"
কিন্তু নিয়ম কি সত্যি তাই?
নাকি এ খেলা মুনাফার ধাই?
খুঁড়ে খুঁড়ে গরিবের বুক,
স্বপ্নগুলো হলো মাটির দুখ।
পেটে ক্ষুধা, হাতে শূন্য থালা,
জীবন থেমে যায় দামে জ্বালা।
একপাশে বিলাস, অন্যপাশে ক্ষুধা,
নিয়তির খেলা বুঝি এতই কঠিন?
হে মানবতা, কোথায় লুকাও?
বাঁচার পথে কেন এত দাও?
ব্যবসায়ীদের বলো, থামো এবার,
সাধারণ মানুষ চাই একটু আদর।
বাজার যেন এক অদ্ভুত দেশ,
দামের উঠানামা অদৃশ্য বেশ।
চালের বস্তা, তেলের বোতল,
সবজির পসরা জ্বালায় অনল।
ব্যবসায়ীরা মুখে হাসি,
তামাশা করে বলে, "বাসি।
দাম তো বাড়বে, সাপ্লাই কম,
আমাদের কী দোষ, নিয়ম এমন।"
কিন্তু নিয়ম কি সত্যি তাই?
নাকি এ খেলা মুনাফার ধাই?
খুঁড়ে খুঁড়ে গরিবের বুক,
স্বপ্নগুলো হলো মাটির দুখ।
পেটে ক্ষুধা, হাতে শূন্য থালা,
জীবন থেমে যায় দামে জ্বালা।
একপাশে বিলাস, অন্যপাশে ক্ষুধা,
নিয়তির খেলা বুঝি এতই কঠিন?
হে মানবতা, কোথায় লুকাও?
বাঁচার পথে কেন এত দাও?
ব্যবসায়ীদের বলো, থামো এবার,
সাধারণ মানুষ চাই একটু আদর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন