শীতের ভোর

আর আই রাতুল আর আই রাতুল

সাদা চাদরে, রোদের আদরে,
ঘাসেতে বিন্দু শিশির,
হলো ভোর, খোলে সূর্যের দোর,
কাঁটলো আঁধার নিশির।

ডাকলো না পাখি, খুললো না আঁখি,
দেখলো না কেউ ভোর,
নিরব সব, নেই কলরব,
কাটে নি ঘুমের ঘোর।

বেঞ্চিতে বসে,স্বপ্নদোষে,
চিন্তিত নেই কেউ,
খড়ের উমে,কুকুর ঘুমে,
ডাকে না ঘেউ ঘেউ।

সাদা চাদর, শীতের আদর,
ঢাকলো চিহ্ন দূর,
নর্তকীর আজ, নেই কোন কাজ,
বাজে না পায়ের নূপুর।

ভোরের কবি,আঁকে না ছবি,
লিখে না কবিতা-গল্প,
নদীর জল,স্পর্শে পল,
সে বড় এক কল্প।

সাদা সাগর,ধূপের আগর,
কুয়াশায় ভরা ভোর,
বড় কবিরাজ,ঘুমেতে আজ,
খুললো না তার দোর।

ডাকলো পাখি,খুললো আঁখি,
কাঁটলো ঘুমের ঘোর,
হায় হায় হায়,জেলে গান গায়,
পেরুলো শীতের ভোর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন