চাওয়া – (এক).
শংকর ব্রহ্ম
চাওয়া - (এক).
শংকর ব্রহ্ম
(১).
ভালোবাসা যদি ভালো বাসা চায়
ভালোবাসা তবে গোল্লায় যায়।
তোমার কাছে চাই না কিছুই
চাই না ছুঁতে দেহ,
এই ব্যাপারে মনে কোন
রেখো না সন্দেহ।
ভালবাসা আমার কাছে
পান্তা ভাতে ঘি,
এর বেশী আর তোমার কাছে
চাইতে পারি কী!
ভালোবেসে যদি ভালো বাসা চাও
ভালো বাসা খুঁজে আমাকে হারাও।
(২).
একটি পোষাক চেয়েছিলাম
গোপন দাগগুলোকে ঢাকতে
গভীর অসুখ চেয়েছিলাম গোপন করে রাখতে
একদা সাথী চেয়েছিলাম দুঃখ ভুলে থাকতে
একটি নাম চেয়েছিলাম প্রিয় সুরে ডাকতে
বাঁচার স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে
সব কিছু আজ ভেসে গেল
অন্ধ যেন পথ হারালো
দিনের আলো থাকতে গোপন ব্যথা ঢাকতে
সঙ্গী শুধু চেয়ে ছিলাম একলা বেঁচে থাকতে।
শংকর ব্রহ্ম
(১).
ভালোবাসা যদি ভালো বাসা চায়
ভালোবাসা তবে গোল্লায় যায়।
তোমার কাছে চাই না কিছুই
চাই না ছুঁতে দেহ,
এই ব্যাপারে মনে কোন
রেখো না সন্দেহ।
ভালবাসা আমার কাছে
পান্তা ভাতে ঘি,
এর বেশী আর তোমার কাছে
চাইতে পারি কী!
ভালোবেসে যদি ভালো বাসা চাও
ভালো বাসা খুঁজে আমাকে হারাও।
(২).
একটি পোষাক চেয়েছিলাম
গোপন দাগগুলোকে ঢাকতে
গভীর অসুখ চেয়েছিলাম গোপন করে রাখতে
একদা সাথী চেয়েছিলাম দুঃখ ভুলে থাকতে
একটি নাম চেয়েছিলাম প্রিয় সুরে ডাকতে
বাঁচার স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে
সব কিছু আজ ভেসে গেল
অন্ধ যেন পথ হারালো
দিনের আলো থাকতে গোপন ব্যথা ঢাকতে
সঙ্গী শুধু চেয়ে ছিলাম একলা বেঁচে থাকতে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন