চাওয়া – (দুই)
শংকর ব্রহ্ম
চাওয়া - (দুই)
শংকর ব্রহ্ম
চারিদিকে প্রতিভার এত ছড়াছড়ি
দেখে চোখ ছানা বড়া কি যে আমি করি
অন্ধকারে বসে আমি একা হাঁপ ছাড়ি।
প্রতিভা মানেই তো ধাঁধানো দু চোখ
নিজেদের ভাবে ওরা সেলিব্রেটি লোক
চোখ কান খোলা রেখে বুঝে গেছে লোক।
এত সব প্রতিভা না হলেও চলে
ভাললোক দু একজন চায় যে সকলে
প্রতিভার ভারে সব দিশে হারা আজ
ভুলে যায় নিজেদের করণীয় কাজ।
ভাল লোক চাইলেই পাওয়া যায় নাকি?
আমি তাই মানুষের দিকে চেয়ে থাকি।
শংকর ব্রহ্ম
চারিদিকে প্রতিভার এত ছড়াছড়ি
দেখে চোখ ছানা বড়া কি যে আমি করি
অন্ধকারে বসে আমি একা হাঁপ ছাড়ি।
প্রতিভা মানেই তো ধাঁধানো দু চোখ
নিজেদের ভাবে ওরা সেলিব্রেটি লোক
চোখ কান খোলা রেখে বুঝে গেছে লোক।
এত সব প্রতিভা না হলেও চলে
ভাললোক দু একজন চায় যে সকলে
প্রতিভার ভারে সব দিশে হারা আজ
ভুলে যায় নিজেদের করণীয় কাজ।
ভাল লোক চাইলেই পাওয়া যায় নাকি?
আমি তাই মানুষের দিকে চেয়ে থাকি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন