হাত ধরে

অভিজিৎ হালদার অভিজিৎ হালদার

আমি মরে যাবো
আমার মরণে
ভাসিয়ে দেবো
প্রেমের চিঠি
নীল সমুদ্রে।
তোমার হাতে
দুটি হাত রেখে
পৃথিবীর নীরব ভাষা
জানিয়ে দেবো
নিশিরাতে গহীন বালুচরে।
তোমার হৃদয়ের প্রদীপশিখায়
জ্বালিয়ে দেবো আমার হৃদয়কে;
তোমার হাত ধরে
পাথরের বুকে স্বপ্নগড়া
উড়িয়ে দেবো দক্ষিণা বাতাসে।
প্রান্তরে প্রান্তরে ঝড়াপাতা
জানিয়ে দেয়, বৈশাখের সতেজ-
চোখেতে মাখবো কালি
ফাগুনে জমা ফুলেতে।
কত না নতুন পল্লব
কী বা তার চাহনি
রয়ে যায় আমার হৃদয়ে
তোমার দুটি হাত ধরে।
গোলাপের শুকনো পাপড়িতে
লিখবো আমি চারু নীতি;
হঠাৎ করে চিরনিদ্রাতে
ঘুমিয়ে যাবো মরণ এলে
আকাশ বাতাস মরু পাহাড়
আমার জীবনের সঙ্গী হয়ে
রয়ে যাবে আমরণে।
আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবো
প্রকৃতির বেদনার পাতায়;
আমার চির অতীত
বাঁচাতে চায় অনায়াসে
আমার লেখার অধ্যয়নে।
পৃথিবীর হাত ধরে
অতীব উচক্কা হাওয়াতে
চলে যাবো না ফেরার দেশে
বেদনার কলমকে একারেখে।।


১৩০৪২০২১
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন