কবিতা - শীত ভালোবেসে ফারহান নূর শান্ত প্রেমের কবিতা তোমার গলায় জড়িয়েছ মাফলার, শীতের হাওয়া কাঁপুনি দিয়ে যায় এসে সন্ধ্যের সূর্য ডুব দিলো চায়ের কাপে, তুমি ঠোঁট ছোঁয়াও তাতে,আলতো ভালোবেসে। ♥ ০ পরে পড়বো ১৬৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন