শংকর ব্রহ্ম

কবিতা - বিস্ময় – (২

লেখক: শংকর ব্রহ্ম

বিস্ময় – (২).
শংকর ব্রহ্ম

শৈশবে থাকে প্রেম শুধু সপ্নময়
যৌবনে সেই প্রেম আমিষাশী হয়
যৌবন পেরোলে প্রেম পুনঃ স্বপ্নময়
প্রেমের সন্ধানে ফেরে শূন্য হৃদয়।

‘ভালবাসি’ বলাটা হয় তো কঠিন খুব নয়
কিন্তু তার গভীরতা মেপে, মেনে বুঝে চলা
খুব কি সহজ মনে হয়?
অথচ কথাটার মানেটা সহজ
খুব কঠিন কিছু নয়,
তবু মনে কেন জাগে এতো বিস্ময়?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন