কাজী নজরুল ইসলাম

কবিতা - সুরা কাওসার

লেখক: কাজী নজরুল ইসলাম

শুরু করিলাম পূত নামেতে খোদার
কৃপা করুণার যিনি অসীম পাথার।

অনন্ত কল্যাণ তোমা’ দিয়াছি নিশ্চয়,
অতএব তব প্রতিপালক যে হয়
নামায পড় ও দাও কোরবাণী তাঁরেই,
বিদ্বেষ তোমারে যে, অপুত্রক সে-ই।

৬৬
মন্তব্য করতে ক্লিক করুন