কাজী নজরুল ইসলাম

কবিতা - শোনো শোনো য়্যা ইলাহি

লেখক: কাজী নজরুল ইসলাম

শোনো শোনো য়্যা ইলাহি
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস_রাত॥

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
চোখে যেন দেখি শুধু
কোরআনের আয়াত॥

মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস-যামী,
তোমার মসজিদেরই ঝাড়ু-বর্দ্দার
হোক আমার এ হাত॥

সুখে তুমি দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসী প্রাণে, খোদা
তুমি আবহায়াত॥

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন