কবিতা - জীবনের লিমেরিক-০১ মোঃ আব্দুল মজিদ এনডিসি বিবিধ কবিতা, রূপক কবিতা জীবন মানে এক ঘোরলাগা জমাটবদ্ধ সময়ের দলা জীবন মানে বেশ কাজে ও অকাজে অনেকটা পথ চলা জীবন মানে হাসি-খুশি থাকা বেজার কাউকে সামলে রাখা জীবন মানে আজীবন কিছু বলা আর কিছু না বলা । ♥ ০ পরে পড়বো ২৩৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন