কবিতা - বিজয় এলো পাখির গানে মঈন মুরসালিন দেশাত্মবোধক কবিতা বিজয় এলো বাংলাদেশে পাখির গানে গানে সেই কথাটি একটি পাখি বলল কানে কানে। পাখির গানে মুগ্ধ হয়ে যুদ্ধ হলো শেষ পাখির ডানায় লেখা ছিল স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশের সেই সে পাখি হারিয়ে গেছে ভীড়ে বিজয় দিনে আয় না বন্ধু আয় না আবার ফিরে। ♥ ০ পরে পড়বো ৩২৭ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন